সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব – ৪৫)

না মানুষের সংসদ 

আনন্দে কুহু কুহু ডেকে উঠল পুরুষ কোকিল । সে সৃষ্টিশীল গায়ক । গান আর সুরের অভাবে সে এতোদিন মরমে মরে যাচ্ছিল ।
স্ত্রী-কোকিল বলল,
আপনি ওকে বাঁচালেন । বড্ড মনমরা হয়ে গেছিল ।
টিকটিকি হেসে বলল,
আমি জানি তা । গণতন্ত্রের বাহক হবেন শিল্পী । তোমাদের গানে গানে পক্ষীকুল জাগরিত হবে । এমনকি প্রাণিকুলের সকলেই তোমাদের সুরের সমঝদার ।
দাঁড়কাকদের মধ্যে মহিলা দাঁড়কাক বলল,
নির্বাচন কি তবে বসন্তকালে হবে !
টিকটিকি বলল, বড্ডো দেরি হয়ে যাবে ।
পুরুষ কোকিল বলল – আমার কাছে সব ঋতুই বসন্ত ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।