কাব্যানুশীলনে অরুণিমা চ্যাটার্জী

শ্রাবণ এ মন
মাঠ জমিনে আকাশ উপুড়
মেঘের উপকথা,
উপচে পড়া কান্না পুকুর
স্মৃতি জমা ব্যথা।
মেঘের বাড়ি কোন সুদূরে
আকাশ জানে না,
সাঁঝ নেমেছে ভর দুপুরে
বাঁধন মানে না।
সাঁঝ বিকেলে মেঘের ডাকে
মন খারাপের আলো,
বৃষ্টি পড়ে পথের বাঁকে
আকাশ নিকষ কালো।
রিমঝিম ওই বৃষ্টি ধ্বনি
হৃদয়ে বাজে গান,
বুকের মধ্যে সোনার খনি
ছেলেবেলার টান।
মেঘের ভেলা, কলার ভেলা
দিগন্ত ছুঁয়ে থাকে,
ফুরিয়ে এলো আমার বেলা
স্মৃতি ছবি আঁকে।
কাঁসরঘণ্টা আজান ধ্বনি
উদাস বাউল মন,
হৃদমাঝারে রতন মণি
তরল সবুজ বন।
এমন ভরা শ্রাবণ দিনে
আগল ভেঙে যায়,
মনটা আমার তোমায় বিনে
মেঘ আকাশে ধায়।