কবিতায় অরিন্দম চট্টোপাধ্যায়

রাত ভাঙা সকাল
একটা রাত ভাঙছে ক্রমশ
ছড়িয়ে যাচ্ছে ভৈরবী সুর
এমন সময় ঘোলাটে দৃষ্টি
নিয়ে তাকিয়ে আছেন
আমার ‘মা’
তার দুটো শীর্ণ হাত, কাঁপা কাঁপা
ছুঁতে চায় আমাকে,শুধু আমাকে
একটু পরে আমি যে প্রস্থান করব
নিজ গন্তব্যের দিকে
কী এক অসহায়তা নিয়ে ভাঙা ভাঙা
ঠোট দুটো নড়ে যায়,কী যেন বলে যেতে চায়
আমি নির্বাক তাকিয়ে থাকি…
সময় গড়ায় আমি প্রস্থান করি
আর মা’র দৃষ্টি ঠিক তখন
বাঁক খাওয়া নদীর মতো..