কবিতায় অরুণিমা চ্যাটার্জী

বসন্ত
বসন্তের মাঝামাঝি
হৃদয় রাঙিলো আজি,
প্রেমের পরশজ জাগি
শুধুই তোমারে চাহি।
শিমুল পলাশ আজি
আবির খেলায় মাতি,
মেঘের ভেলায় ভাসি
প্রেমিক হতেও রাজি।
কোকিল কুহু ডাকি
বিনি সুতো মালা গাঁথি ,
চিকন রোদ যে মাখি
ফুলে ফুলে ভরা শাখি।
আকাশ গাঙেতে ভাসি
উজান স্রোতেতে মাঝি,
হৃদয়ে চিত্র আঁকি
মুগ্ধ নয়ন মেলি।
আজি এ বসন্ত আসি
প্রজাপতি রাশি রাশি,
মধুমতি ফুলে বসি
প্রেম সুধা পান করি।
ফাগ রেণু মাখামাখি
প্রেম সুধা ঢালা ঢালি,
রামধনু রঙে সাজি
বাসন্তী চাঁদ আজি।