কবিতায় অরিন্দম চট্টোপাধ্যায়

১৮ ই নভেম্বর ২০২৩
আমি একটা নিশ্চিন্ত ঘুমের দিন চেয়েছিলাম
তথাপি খরতাপে প্রত্যহ পুড়ে যাওয়া
বা গুমোট রাত্রিকথার ভেতর যাপিত জীবন।
আমি একটা নিশ্চিন্ত ঘুমের দিন চেয়েছিলাম
একটা নির্মল প্রত্যুষ চেয়েছিলাম
বা একটা মাঙ্গলিক ধ্বনিযুক্ত সন্ধ্যারাত।
আমি একটা নিশ্চিন্ত ঘুমের দিন চেয়েছিলাম
বিস্তীর্ণ মেঘমুক্ত আকাশ চেয়েছিলাম
বা সমুদ্রভূমির মতো বিস্তৃত ভূমি।
অত:পর
১৮ ই নভেম্বর ২০২৩
একটা নিশ্চিন্ত ঘুমের দিন
সরে থাকুক ছড়ানো সংসার যাপন
বা ফেলে রাখা দীর্ঘ স্মৃতিকথা….