কবিতায় আশিস চৌধুরী

দুঃখ
নতজানু হতে হতে মাটিতে মিশে গেছি
তবু উদ্ধত বদনাম ঘুচল না
এই অবেলায় নিঃসঙ্গ বৃক্ষটি
ঠিক উঠে দাঁড়িয়েছে আবার
কেন যে এলাম এই যন্ত্রণার পাহাড় ভাঙতে
কত গান কত কবিতা লেখা হ’ল
তবু মানুষের দুঃখ মানুষ বুঝল না
কানু ছাড়া গীত নাই
সবই যে বিরহ গাথা
তাই রোদন ভরা এ বসন্ত
মালবাজার ডুবে যায় কার্ণিভালের তাণ্ডবে
পৃথিবী আপন গতিতে
‘ওগো নদী আপন বেগে পাগল-পারা’
ট্রেনের ছন্দে মাতোয়ারা রবীন্দ্রনাথ
লিখেছেন দুই বিঘা জমি
মোহ আর বাসনা ত্যাগ করতে পারলেই
সব দুঃখের অবসান -বলেছেন গৌতম বুদ্ধ।