কবিতায় অরিন্দম চট্টোপাধ্যায়

উড়ন্ত মেঘ
চলতি পথে দেখা
নদীর সাথে নদীর মিলন
মধ্যআকাশ জুড়ে চন্দ্রমা
একটা মুহূর্ত
চলতি পথেই হারিয়ে যাওয়া
আলাপুর এর পাশ দিয়ে
একটা জলপূর্ণ আঁকা বাঁকা নদী
তার পাশ দিয়ে একটা রাস্তা
আধো নগর ছুঁয়ে ছুঁয়ে
অজানা পথে কোথায় যে হারিয়ে যাওয়া
একটা উড়ন্ত মেঘ
আলাপুরের আকাশে
বৃষ্টি ঝরে যাবে আধোনগর পথে
শস্যভূমি দিগন্ত ছুঁয়ে ছুঁয়ে
আকাশ স্পর্শ কর দেবে
তাকিয়ে আছি ঐ আকাশপথে স্তব্ধ হয়ে…