জাদু ও বাস্তব
যেখানে উড়ে যায় আরোগ্যাতীত রাত্রি
তার সমূহ বিপদরেখার পাশে
প্রতিবার কে যেন শোক ফেলে চলে গেছে
আমি কুড়িয়ে নিতে নিতে একদিন খুঁজে পেলাম সামান্য অশোক
সেই শুরু হল পরিযান। সেই শুরু হল ঋতুহীন ভ্রমণ
নিশ্চিন্ত নিদ্রার পাশে শহরের যুবতীরা কাত হয়ে শুয়ে আছে
তাদের একপাশে গাঢ় পূর্ণিমা স্থির। অপলক
অন্যপাশে শাণিত বিকেলের মতো হৃদি হন্তারক…
কিন্তু একবার বলে নেওয়া ভাল আমারও তো ঋণ কিছু কম নয়
কিছু কম নয় নিষ্প্রভ স্বপ্নালোক
কন্ডোম কিনতে গিয়ে যে ছেলেটি আর
ফিরে এল না কোনোদিন
তাকে মৃত ভেবে নেওয়ার মতো সহজ পথ নেই আর
এ টুপির নীচে যতখানি অন্ধকার তারও নীচে
একটি রাত্রির জলে সমস্ত পাপ ধুয়ে ছেলেটি কি আজ জাদুকর হয়ে গেছে!