সাতে পাঁচে কবিতায় আজিম বাবু গাজী

কুঁড়িতেই শেষ
বাতাসে বাতাসে খবর হয়
সমাজ কেমন নিষ্ঠুর যেন
কুঁড়ি থেকে বের হতে না হতে
হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে তার উপর।
বাঁচার অধিকার ছেড়ে কুঁড়ি
মরণের গান গায় –
কি হবে বেঁচে থেকে
পাবো কি বিচার আমি
পাবে কি সাজে সে, যে
খেয়ে নেয় কুরে কুরে
উদয়ের সঙ্গে নিভিয়ে দেওয়ার পথে হায়নার ক্ষুধা নিবারণ হয় কি তাতে ।