সাতে পাঁচে কবিতায় আজিম বাবু গাজী

ঐ ডাকছে বই
এসো হে প্রেমিক পাঠক
এসো হে শিশু
এসো এসো তরুণ বৃদ্ধ বন্ধু গো
মুক্ত করো মোরে স্তুপের আঁধার হতে
তোমার আশায় পড়ে আছি বন্ধু আস্তাকুঁড়ের একপাশে।
মোর থেকে পাবে জ্ঞান গরিমা,
নানা দেশের নানা কথা,
পাবে শুভ শিক্ষা , আছে সাগর ছেঁচে মুক্ত আনার কৌশল
তাই,–
চলার পথের সাথী আমি অন্ধকারের ছটা ।
তাই মুক্ত করো মোরে, জাপটে ধরো বুকে।
আমি তোমার নয়ন হবো, বুদ্ধির দ্বার খুলবো যে,
সকাল হতে সন্ধ্যে মোরে
যখন খুশি তখন পাবে,
আমাকে তাই, আঁকড়ে ধরো বুকে।
শিশুর যেমন রুপকথা,
নব যুব যুবতীর হাসি কান্না
অথচ–
বৃদ্ধ-বৃদ্ধা জাপটে ধরে
সময় কাটানোর বন্ধু বলে।
কেউবা করছে যত্ন মোরে ,
কেউবা ছিঁড়ে ফেলে,
তবু আমি যে তার জ্ঞান ভান্ডার
সবটাই সে জানে।
আমি থাকতে পারি না যে
নিভৃত আঁধার ঘরের স্তূপে
আমি মুক্ত হতে চাই , উদার উন্মুক্ত শিক্ষা জ্ঞান গরিমা বিলিয়ে
বদ্ধ , মিথ্যার দ্বার উন্মোচন করতে চাই।
খুলে দিতে চাই যাদের রুদ্ধ দ্বারে মিথ্যা আর দূর্নীতির সিকলি আঁটা। তাই আমি আগে মুক্ত হতে চাই।