কবিতায় অনিন্দিতা বসু

প্রত্যাখ্যান
প্রত্যাখ্যান শব্দটি কত সুন্দর! আহা!
বাতিল হয়ে যাওয়ার মতো এই শব্দটিতে
ভেসে আসে কত কত সংকল্পের ছবি
এই শব্দ হৃদয়কে সঞ্চালিত করে
আর হৃদস্পন্দনে সচল হয় রক্তের প্রবাহ
ভিন্ন ভিন্ন পথ ধরে এগিয়ে আসা এই শব্দটির স্রোত কত কত সম্ভাবনার জন্ম দিয়ে যায়
একেকটা মানুষ ও জীব বহু বহু ভাঙনের পর এই শব্দটির হাত ধরে অনুপ্রেরণা পায় নতুন করে গড়ে তোলার
নতুন এক আশা খুঁজে পায় জীবন
কখনও এই শব্দটি এক অপার বিস্ময়
বুঝি না, মানুষ কেন তাঁকে আঁধার ভেবে বসে