T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় আবদুল বাতেন

স্থিরতা
একটা অস্থিরতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আমাকে
একটা দুঃচিন্তা দাপিয়ে বেড়াচ্ছে আপাদমস্তক
স্নায়ুর সমুদ্রে
ঘুরে ঘুরে পাক খাচ্ছে একটা আদিগন্ত আর্তচিৎকার
আমার দুঃসময়কে বিদ্রূপের বুলেট ঠুকছে
কতিপয় মুখ ও মুখোশ
আমার ছটফটানি নিয়ে তুমুল তামাশা লুটছে
কতিপয় মগজ ও মরীচিকা
ওদের উৎসবে পরিণত হয়েছে আমার কাতরানি
আমি কী লুকিয়ে ফেলবো আমার ভাঙাচোরা গাল বেয়ে
পড়া অশ্রু ইমারত
কালো চশমায় রক্তজবা চোখ আর সফলতার সোপানে
ছিন্নভিন্ন হৃদয়
পুরষ্কার পাওয়া হাসিতে মুড়িয়ে নেব নিঃসঙ্গতা- দীর্ঘশ্বাস
আমি কী ঢেকে ফেলবো নিজেকে সস্তা সুখে থাকার চাদরে
হায়! উদ্বেগাকূল অনিদ্রাকাতর রাত্রি আমার
মধুময় মৌচাক হয়ে উঠ, অলৌকিক মূর্ছনার মাদল
অস্থিরতা হোক অমরতা
অশ্লীল অসন্মানের আবর্জনাজুড়ে গজিয়ে উঠুক
স্বর্গোদ্যান, সুন্দর।