• Uncategorized
  • 0

প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

১| লোক রাখা চাই

হাইফাই
টাইপের লোক হাতে রাখা চাই
নামধাম অর্থ তবেই না কামাই
মাসে ও মৌসুমে
উচ্চ পদ পুরস্কার বগলে দাবাই
সুযোগ সুবিধা
এবং জোটে বিশেষ করে রাধা
সুর সুরা সঙ্গমে থাকে না বাঁধা
হয়েছি কি এমনি
টগবগে ঘোড়া আজন্মের গাধা

২| সন্তানদের প্রতি

যাও, ছড়িয়ে পড়…
পথে প্রান্তরে, উৎকৃষ্ট বীজেরা আমার।
সত্তার সারাংশ প্রিয় সন্তানেরা আমার।
খোলস ছেড়ে
অচেনা অন্তরে হও অঙ্কুরোদগম উৎসব
চোখের তারায়, চেতনায় ছড়াও বাছারা
বিশ্বাস ও বিশালতা।
আমাজন, সাহারা কিংবা চেরাপুঞ্জিতে
বিরুপ বয়স্ক জমিন জল হু হু হাওয়ার
নোংরা নখ, দাঁতের মুখোমুখি
বিকশিত হও, সম্প্রসারিত হও আদিগন্ত
বারোমাসী ফুল ফল ও সঘনছায়ায়।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।