কবিতায় অমর্ত্য বিশ্বাস

শাসন
রোদের শেষে ঝুলন্ত কাপড়ে দেখেছি হা,
খিদে মুক তার প্রতিদিন ছুটে চলে
প্রথম ট্রেনের নির্দেশ শুনে শুনে
হাওয়ায় দুলেছে কাপড়
খসে পড়েছে অসংখ্য ক্লান্তি-ঘর,
সে ঘরে যত হাভাতে ছেলেরা থাকে
ক্ষমা করো যত ঈশ্বরপ্রেমী মানুষ
ভাড়ার ঘরে পৈতে হাঁড়ির জলে,
টগবগ বেগে ফুটছে চালের মত
মন্ত্র বলে যদিও পৈতে বাঁচে,
একদিনও যদি হাঁড়িতে ওঠে ফেনা,
মুখ ভার করে তবুও কাপড় দোলে
হা মুক করা হাভাতে ছেলের ঘরে