সাতে পাঁচে কবিতায় অতনু ভট্টাচার্য

মানুষ ও মিথবাস্টার
‘মিথবাস্টার গাছের কাছে না যাওয়াই ভালো
ও জানে আত্মবিস্ফার’
— একথা সংবাদ ও সত্যও বটে।
‘মিথবাস্টার গাছের কাছে কেনোই বা যাওয়া,
চাইলেও ও কি আসতে পারবে আপনার কাছে ? ’
— এ কথার সত্যটা সংবাদ বলেনি।
তবে ‘মিথবাস্টার গাছেদের ক্ষোভ পুঞ্জিভুত হলে …’
— দুনিয়া কাঁপানো দশ দিন হয়।
‘মিথবাস্টার মানুষকে যা শেখাতে পেরেছে
মানুষ পৌঁছে যেতে পারে যে কোনো আবিষ্কারের চূড়ায় !’