অ আ ক খ – র জুটিরা

বছরের প্রথম বৃষ্টি
শীত শেষ হলেই শুরু হয় গরম। শীতের শেষে গরম সবারই গরম বেশ ভালোই লাগে। তবে ওই কথায় আছে না যখন সবকিছুই অতিমাত্রায় হয়ে যায় তখন আর সেটা ভালো লাগে না। গরমের ক্ষেত্রেও তাই হয়। তখন মনে হয় বৃষ্টি কখন আসবে। উত্তাপে তেতে থাকা অভিমানী প্রেমিকা কে বৃষ্টি এসে কখন ভিজিয়ে দেবে! তাই অতি প্রতীক্ষিত দিনটি যখন আসে পুরো শহরের আকাশ কালো করে, সেই অনুভূতিটাই যেন আলাদা। যখন আসে কালবৈশাখী কি তার গর্জন। সবকিছু অভিমানের পালা শেষে নিঃশব্দে টুপ করে ঝরে পড়ে একটা বৃষ্টির ফোঁটা। মাটি ছুঁয়েই উধাও। বড্ড মায়াবী বড্ড ছোঁয়াচে। কত অপেক্ষা কত আশা সবার মনে ছাপ ফেলে যাওয়া এক ফোঁটা বছরের প্রথম বৃষ্টি। ঠিক দায়িত্বের ভরে প্রেমিকার চাপে নিঃশব্দে হারিয়ে যাওয়া প্রেমিকের মত।
অনিন্দিতা ভট্টাচার্য্য