সবুজ তীরে বাইছি খেয়া,
এসেছে যে আমার সাঁঝবেলা-
প্রাতঃকালে তীরে বসে অবসন্নে এ সময় কেটেছে,
দেখা হয়নি যে আমার খেয়া;
না… দূরে ঐ দেখেছিলাম আসছে- অস্পষ্ট
সময় তখন মধ্যহ্নবেলা-ঢেউয়ে ঢেউয়ে দুলছে আমার খেয়া-
উজ্বল দৃষ্টি..
ভাবাবেগ মন, আবেগে প্রবল আজ-
সমস্ত দুর্ভাবনায় মুক্তি,
সমস্ত ব্যথার অবসান-
অবিরত চোখ থেকে বেরিয়ে অশ্রুও যেন হাসছে;
স্বাধীন হয়েছে আজ সে,এই পরাধীন চোখে-
নিস্তেজ শরীর, তাকিয়ে দেখি অন্ধকার.. সাঁঝবেলা, খেয়া
চারিদিক নিস্তব্ধ, জনবিরল- ভয় লাগছে না আজ আর!
এসেছে আমার সাঁঝবেলা, বাইছি আমি খেয়া-
পেছন থেকে ডাকছে আমায় যেন ভোরের পাখির কলরবে..
এ তো ভোর নয়,এ আমার সাঁঝবেলা!
তাই তো তুমি মরুর মতন;
আর বাইছি আমি খেয়া…