কবিতায় আর্য বন্দ্যোপাধ্যায়

একদিন রান্নাঘরগুলো
এমনই এক দিনের অপেক্ষায় আছি,
রান্নাঘরগুলো পড়েই থাকবে ফাঁকা,
খাবার দাবার চলেই আসবে ঘরে
অভাব তো নেই পকেটে যখন টাকা।
আর কিছু নয় শুধুই একটা ফোন
ডেলেভারি বয় সব দিয়ে যাবে ঠিক,
পার্শেল করা ভাজা ভুজি আর মাটন
নোলা সপসপে জিভে জল চিকচিক।
গিন্নীরা আজ ঢোকেনা রান্নাঘরে
হাঁড়ি কড়া যেন কেঁদেই বলছে ঐ,
কোথায় হারালো খুন্তি হাতা মাসী
ছ্যাঁক ছোঁক সব শব্দগুলো যে কৈ?
সকালের জলখাবারে সেই ডেলিভারি বয়
দুপুরের খাওয়া বাঙালী হোটেলে বেশ,
আয়েশ করে দারুণ দারুণ পদ
রান্নাঘরের গল্প হয়তো শেষ।
বিকেলবেলা এক ঠোঙা তেলেভাজা
রাতে দোকানের রুটি ভাজি তরকারী,
নেই প্রয়োজন রান্নাঘরের আজ
রমনীকূলের আর নেই ঝকমারী।