কবিতায় অঞ্জন ব্যানার্জ্জি

গৌরী লঙ্কেশ স্মরণে
থামাতে পারবে কি?
বুলেটে বিদ্ধ করতে পার
কটা বুলেট গাঁথবে আমাদের শরীরে
কলমের খোঁচাতে সংখ্যাহীন কাঁটা
কন্টকাকীর্ণ হবে সিংহাসন
জানি লুকোবে বিজ্ঞাপনের আড়ালে।
তোমাদের বন্দুকে সীমিত বুলেট
আমাদের কলমে অবিরত আগুনের গোলা
আমাদের থামাতে পারবে কি?