প্রিয় প্রতিবেশী, তুমি সেরে উঠ
আমার আকুতির মত হও নির্মল।
সুস্থ সুন্দর হও
তোমার জন্য দু’বাহু বাড়িয়ে থাকা
আমার ভালোবাসার মত।
তোমার বলিউড, টলিউডের অম্লান ওমে
বিছিয়ে রেখেছি
শত শীতার্ত জনম আমার!
হোলি, দিওয়ালি, ক্রিকেট, হকিতে
রেখেছি গেঁথে, হাজার বিনিদ্র রাত।
তাজমহল
কুতুব মিনার, ইয়োগা, চিকিৎসাসেবা এবং
তোমার গণতন্ত্রের গুণগানে
শত শতাব্দী মুগ্ধ হতে চাই।
তোমার জন্য আমার হাহাকার করা হৃদয়ের
শঙ্খ-উলুধ্বনি-মঙ্গল প্রদীপ, তুমি সেরে উঠ।
বাংলাদেশ আমার মাতৃভূমি
আর তুমি
আমার জননীর জন্মভূমি।
আমি কি চাই
আমার শিকড়ের সর্বনাশ?
মুছে ফেলতে পূর্বপুরুষের প্রণয়?
প্রাণভিক্ষা
খাদ্য চিকিৎসা এবং আশ্রয়?
অস্বীকার করতে পারি?
আমার মাতৃভূমির মুক্তিযুদ্ধে
তোমার উদার আলিঙ্গন
জানমালে অকুণ্ঠ সমর্থন
বিশ্বমোড়লের চোখ রাঙানি উপেক্ষা করে।
তোমাকে বিষোদ্গার ঢেলেছি, বহুবার
তিস্তার ন্যায্য পানি
না- পাওয়ার জন্য
তোমার একচেটিয়া ট্রানজিট সুবিধা
সুন্দরবন
বঙ্গোপসাগরে মহীসোপানের অধিকাংশ দাবি
পাখির মত গুলি করে
সীমান্তে মানুষ হত্যার জন্য।
তবু তুমি নীরোগ হও, প্রিয় প্রতিবেশী
তোমার জন্য ডুকরে কেঁদে উঠা
আমার আত্মার মত।