এলাটিন – বেলাটিন কবিতায় অসীম বিশ্বাস
by
·
Published
· Updated
অগ্রন্থিত শঙ্খ ঘোষ
যাঁর কবিতালেখা কবিতাপড়া
সকালবেলার আলো’য়
সমস্ত ক্ষতের মুখে পলি-
এক ব্যথা উপশম!
আদিম লতাগুল্মময়
নিহিত পাতাল ছায়া-
ছন্দের ভিতরে এত অন্ধকার
তবুও দেখার দৃষ্টি ফেরাতো
ইচ্ছে প্রদীপ।
আজ তাঁরই শবের উপরে শামিয়ানা,
মুখ ঢেকে যায়… বিজ্ঞাপনে।
ঘুমিয়ে পড়া এলবাম,
ছেঁড়া ক্যমবিসের ব্যাগ,
ছন্দময় জীবন- এখন সব অলীক।
বহুস্বর স্তব্ধ পড়ে আছে
সন্ধ্যানদীর জলে।
তুমি আর নেই সে তুমি –
অগ্রন্থিত শঙ্খ ঘোষ।