কবিতায় পদ্মা-যমুনা তে আবদুল বাতেন (গুচ্ছ কবিতা)
by
·
Published
· Updated
১| এলিজা কার্সন
বয়সের বিলাসিতা ভুলে স্বপ্নিল শপথ নিয়েছ তুলে
অথই অজানাকে জানার
ছোটবড় শখ ফেলে মমতার মানচিত্র ঠেলে
সাথী হবে দিগন্তহীন ডানার।
তোমাকে স্যালুট, মেয়ে জোসনা জীবনের বিনিময়ে
গড়বে ইতিহাসের ইতিহাস
অসীমকে ধরাছোঁয়ার কি প্রবল তৃষ্ণা তোমার
সাজাবে বিজ্ঞানের বিজয়োৎল্লাস!
২| খ্যাতি ও ক্ষতির কিনারে দাঁড়িয়ে
খ্যাতি ও ক্ষতির কিনারে দাঁড়িয়ে, বন্ধু বনলতা
জড়িয়েছি তোমার সবুজ স্নেহে
গলেছি তোমার সরলতার সুরে ও স্নিগ্ধতায়।
বিশ্বাসে মিলেনি বস্তু, তর্কেও দূরত্ব দুর্নিবার
ভাগ্যের ভাগাড়ে জীবাণুর জয়ধ্বনি
দিনান্তে দূষণ, কেড়েছে সুস্থ্যতার শহর ও গ্রাম।
বন্ধু, আমার দু’হাতে দোযখের উন্মাদনা
দরদে দিয়েছ নিভে, নিভৃতে
পুড়ে পতঙ্গ, অনুরাগে ও গোপন রক্তপাতে!
৩| তৃণ যখন তীর
তৃণ যখন তীর হয়ে ওঠে, শিশির হয় শাবল
পাকিয়ে তালগোল
তখনো আমার বাজেনা বিষাদে ঢাকা ঢোল।
উঠলে অসুখ অম্বরের, কালো মেঘে মেঘে
কামনার কামান দেগে
তখনো আমার উৎফুল্লতা উল্কাপিন্ড বেগে।
মহরমের মাতম যখন দোলে দোয়েলের শিসে
বৃষ্টিরা বিষে
মাখামাখি হলেও আমি ভূমিকম্প যাই পিষে।
তুমি যখন আর তুমি নাই, এক ঝটকায় অন্য কোন
ভাঙ্গনের তখনো
কুহুতান করোটিতে থাকে আমার নবোদ্যমের নবান্ন।