T3 || বাণী অর্চনা || বিশেষ সংখ্যায় অনিন্দিতা ভট্টাচার্য্য

বাণী বন্দনা
সরস্বতী পুজো মানেই বাঙালির পুজো শেষ। মজার বিষয় হলো বছরের শুরুতে উৎসব শেষ। তবে বাঙালির তো বারো মাসে তেরো পার্বন। তাই শেষ বললেই কি আর শেষ হয়!
ছোট বয়সে সরস্বতী পুজোর মহাত্ম এক রকম আর বয়স বাড়লে তার মানে আরেকরকম। বাগদেবীর আরাধনা তখন মেতে ওঠে শাড়ি পাঞ্জাবি তে। যদিও বা সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি। বছরের এই দিনটা বাগদেবীর আরাধনা যেন অপূর্ব হয়ে ওঠে। একদিন পড়াশুনা থেকে ছুটি পাওয়া যায় বলে কথা। কত শত ছোট ছেলে-মেয়েদের এই সময়ে হাতেখড়ি দিয়ে পড়াশুনার যাত্রা শুরু হয়। ঠাকুরের পাশে বই নিবেদন, অঞ্জলি, পলাশ ফুল চারিদিকে ধূপের অপূর্ব গন্ধ। আর সবথেকে চমকপ্রদ হলো সকালে উঠে হলুদ বেটে স্নান করা। আহা!
এই জন্যই বোধহয় বলে বাঙালির উৎসব মানেই রাজকীয় ব্যাপার সে হোকই না কেন বাগদেবীর পুজো।