কবিতায় আর্য বন্দ্যোপাধ্যায়

মৃত্যু যখন তখন
আমরা অনেকেই অনেক কিছুই তো ভাবি
কতোকিছুই তো বাকী থেকে যায় রোজ,
কতো পরিকল্পনাই পাল্টাই অহরহ
আমি না থাকলে কেউই রাখেনা তো খোঁজ।
কতোই স্বপ্ন কতোই মিথ্যে আশা
জলের মধ্যে রঙিন বুদবুদ যেন,
হঠাৎ করেই বুদবুদ যায় ফেটে
বালির প্রাসাদ গাড়ি বারবার কেন?
কেউই জানিনা শেষের সেদিন কবে?
এক বুলেটেই ঝাঁঝড়া হবে যে বুক
স্বপ্নের জাল ছিঁড়ে খানখান হবে
কীকরে বলবো মরণেই সব সুখ।
চোখের সামনেই কাশ্মীরের হত্যালীলা
বুলেটে বুলেটে ফাটলো স্বপ্ন ফানুস ,
কীকরে বলবো এখনও আছিগো বেঁচে
আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব যে মানুষ।