Poem In Other Language By অক্ষয় বিশ্বাস (Bengali)

রাস্তা
এখানে পিচ ফেলে দাও
রাস্তাটা পাকা করা চাই
খোকার খেলনা গাড়ি
সব কিছু চাপা পড়ে যায়
এখানে গাছ ছিল এক
সেটা আজ পড়ল কাটা
তেল তোলা সমুদ্রেতে
রোজ পড়ে জীবন ভাটা
এখানে গ্রাম ছিল এক
সব ছেড়ে বাঁচতে পালায়
আদালতে আইন এনে
রাতারাতি রাস্তা বানায়
এখানে পুকুর ছিল
বাড়ি গড়ে উঠল ক্রমে
জলাশয় শহর ফুসফুস
শ্বাসগুলি যাচ্ছে থেমে
ভেড়িগুলি রোজ বুজে যায়
আকাশে ফ্ল্যাট বাড়ি
রাস্তাতে শ্রেষ্ঠ ছোটে
ডিগ্রিতে সভ্যতা জারি।