কখনো কখনো প্রেম পূর্ণ হৃদয়ও মায়ার হাতছানি উপেক্ষা করে ডুব দেয় অন্ধকার সমুদ্রে। কিছুটা অবসন্নতা ও ক্লান্তি মিশিয়ে সে যেন রচনা করতে চায় অন্য এক রহস্য জাল। যেই রহস্য জাল হয়ে ওঠে আসতে আসতে অভেদ্য। চারিপাশে ঘনিয়ে তোলে মায়ার অভিসার। ঠিক চক্রবুহ্যের চক্রাবলির মতোই আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে নেবে তোমায়। হয়তো তখন খুব পরিচিত হয়ে উঠেবে এই ক্লান্ত ও অবসন্নতা। দিনের শেষে যেন তারাই হবে মায়ার অবলম্বন।
ভালোভাবে খোঁজ নিলে দেখবে চোখের নোনতা সমুদ্রও আর তোমার মনের কোণে সুনামি সৃষ্টি করতে পারে না আজকাল। যার ভয়ঙ্কর রূপ এক সময় টলিয়ে দিত তোমার সমস্ত শরীর কে, আজ সে তার সমস্ত স্রোত খুইয়ে এক জীর্ণ বলিরেখায় পরিণত। কায়িক পরিশ্রমেও আজ আর সে প্রশান্তি দিতে পারে না।
কথাদের পিঠে কথারাও বেশ ছন্নছাড়া। আজকাল আর সেরকম ফোটেও না তারা। বাইরের এই মায়ার জগৎ, যেন তাদের সৃষ্টি করতে অক্ষম।
একসময় সবকিছুকে ছাপিয়ে চারিদিকে ঘনিয়ে উঠবে কালবৈশাখীর অন্ধকার। তার তীব্রতার জোর গুঁড়িয়ে দেবে সমস্ত হৃদয়। মায়া আর প্রেমের এই অবৈধ সম্পর্কে হারিয়ে যাবে অনুভূতিরা। শব্দস্পর্শে শুধুই অবগাহন….।