।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অংশুপর্ণী বিশ্বাস

আগমনী

পাখির আহত পালকের মতন হৃদয় তোমার,
কাঁচের  ওপর বৃষ্টির বিন্দুর মতন দৃষ্টি আমার্ ;
ঈশান কোনে চুপিশারে বন্ধু হব​,
রূপকথাদের চুপকথাকে সঙ্গে নেবো  |
কৃষ্ণচূড়ার কুসুম আজ পড়লো ঝোরে,
ভোরের-বেলায় শিশির বিন্দু ধানের কোলে
সেই বেলাতে দিগন্তে এক ফুটল কোলি,
কেউ আসবে বলে মনের কোনে আলোর ধনি |
মুক্ত আকাশ তাকায় আজ আমার পানে,
রোদের আলো পড়ল ওই সবুজ ধানে-
প্রথম প্রহরে দেবির জয় আজ আবার চয়ন্
সফল হলো আঁকা আজ ত্রিনয়ন্ |
কাঁশফুলের  সাদা হাঁসি জড়ালো গায়ে
লাল আলতা ছোঁয়ানো হলো মায়ের পায়ে-
কচিকাঁচারাও মাতলো এক অন্য সাঁদে
পুজোর গন্ধে আজকে গোটা ভুবণ মাতে |
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।