অমর্ত্য বিশ্বাস, বনগাঁ : বনগাঁ পৌরসভার উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ।বনগাঁ পৌরসভার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া অতি ছাত্র-ছাত্রীদেরকে সম্মাননা প্রদান করা হয় আজ নীলদর্পণ প্রেক্ষাগৃহে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ জেলা পুলিশ সুপার আইপিএস তরুণ হালদার, বনগাঁ মহাকুমা আরক্ষা আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার, কবি মলয় গোস্বামী, পৌর প্রধান শংকর আঢ্য, প্রাক্তন পৌর মাতা ও বর্তমান সিআইসি জোসনা আঢ্য, প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ সহ পৌরসভার বহু কাউন্সিলরা । অনুষ্ঠানে পৌর প্রধান জানান ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহ দিয়ে ভবিষ্যতের পথ উজ্জ্বল করতে ও তাদের পড়াশোনায় আগ্রহ প্রদান করতে পৌরসভার এমন সম্মাননা প্রদান অনুষ্ঠান প্রতিবছর হয়ে আসছে । জেলা পুলিশ সুপার তরুণ হালদারও ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদান করে ভবিষ্যতে এগিয়ে যেতে ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ায় ছাত্র-ছাত্রীদের কে শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে বক্তব্য রাখেন । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বনগাঁতে ছেলেদের মধ্যে প্রথম ও মেয়েদের মধ্যে প্রথম হওয়া চার ছাত্রছাত্রীকে ল্যাপটপ দেওয়া হয় । মাধ্যমিকে ছয়শো নম্বরের বেশি ও উচ্চমাধ্যমিকে চারশো নম্বরের বেশি তে উত্তীর্ণ হওয়া বনগাঁর প্রায় দুশো জনের বেশি সকল ছাত্রছাত্রীকে পৌরসভার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় । এমন উৎসাহ সূচক সম্মাননা পেয়ে খুবই খুশি ছাত্র-ছাত্রীরা ।