T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় অভ্রনিলয় বসু

চেতনা
ছিলাম বেশ চুপটি করে ,
কেউ দেইনি ডাক
ভাঙলো ঘুম কলরবে
তাকিয়ে আমি অবাক
হইহুল্লোরে রাস্তায় সবাই
আনন্দ উৎসব নাকি
না না ওসব নয়
মারা গেছে এক দিদি
ওসব তো হামেশাই হয়
নতুন কিছু নয়
কাল সকাল হলেই আবার
আগের মতোই হয়
পাশ ফিরতেই আতকে উঠি
বোনটি গেল কোথায়
মিছিলে হাঁটছিল যখন সবাই
বোনও গেছে সেথায়
ফিরল হুস নিজের বলে
নইলে যেতনা এসে
আর সেটি হবেনা কখনও
নিলাম অঙ্গিনকার শেষে
আমিও বাঁচাবো সব বোনকে
পেতে হবেনা যন্ত্রণা
ধিক্কার জানাই নিজেকে আজ
কেন জাগেনি এই চেতনা