T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় অঞ্জন ব্যানার্জ্জি

আশীর্বাদ কর কবি
তোমার গানের প্রাণের ধ্বনি
তোমার কবিতার শান্তির ললিত বাণী
আজ ধর্ষকের কর্কশ শব্দে গেছে মুছে
উন্মত্ত নরপিশাচের ছায়া পথ জুড়ে
ডুবে আছে রাজ্য লোনা জলে
সময়ের ফেরে দগ্ধ মানুষ পথ খোঁজে
সময়ের শব্দস্রোতে ঝড়ের আওয়াজ
হাঁটা পথে সোচ্চার সংগ্রামী আলাপ।
তোমার প্রেরণায় কলমের শক্তিতে
মানুষের ঢল নেমেছিল বঙ্গভঙ্গ আন্দোলনে
ধর্মহীন সূত্রে বেঁধেছিলে তাদের রাখীবন্ধনে,
তোমার সাহিত্য প্রেরণা হোক সংগ্রামী দিনে
তুফান উঠুক নবীনদের কলমের বাণে
নবীনদের সমবেত কলমের গর্জনে
স্তব্ধ হোক পিশাচের দাপাদাপি
আশীর্বাদ কর কবি।