কবিতায় অনুপম বর্মন

কবির কলম
কবির কলম পায় না শরম
লেখে মনের সুখে,
অনিয়মকে খোঁচা মেরে
দিতে পারে রুখে।
কবির কলম মনের কথা
লিখতে পারে খুলে,
মুখ ফুটে যা বলা কঠিন
মাথাটা যায় গুলে।
কবির কলম চাঁদ তারাদের
আকাশ থেকে নামায়,
উথালপাথাল সমুদ্র ঢেউ
এক নিমেষে থামায়।
কবির কলম আবেগী সুর
গাথে কথার মালায়,
প্রতিবাদের সুর চড়িয়ে
সুপ্ত আগুন জ্বালায়।
কবির কলম শক্তি খোঁজে
পাঠক কূলের কাছে,
সত্যের জন্য লড়াইয়ে তার
বন্ধু ক’জন আছে?