প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

চারপাশ থেকে
চারপাশ থেকে তোমাকে ঘিরে ফেলছে ফণা তোলা বুট
তোমার সামনে সহস্র জংলী জলকামান, সাঁজোয়া যান
অস্থিরতা, অসভ্য রাইফেলের।
দশদিক থেকে তোমাকে ঢেকে ফেলছে দানবীয় দুর্নীতি
ধীরে ধীরে ছেয়ে ফেলছে দজ্জাল দূষণ
আগাগোড়া তোমাকে পেঁচিয়ে ধরছে অজগর, অনিয়মের।
মৌনতার মনুমেন্ট তোমাকে জাপটে ধরছে অভাব আজরাইল
ছিঁড়ে ফেলছে তোমাকে শত শত নেকড়ে, নিরাশার
তোমার পাঁজর জুড়ে অসুস্থতার রাজপথ
দিবারাত্রি তোমার অশান্তি- অনির্বাণ!
কালো কাপড়ে তোমার চোখ বেঁধে ফেলছে জল্লাদ, যাতনা
পিছমোড়া করে তোমার হাত বেঁধে ফেলছে অসহ্য অনিদ্রা
তোমার চোখ উপড়ে নিয়েছে উত্তপ্ত লৌহ শলাকা, শোকের।
খুন হওয়ার আগে তুমি জাগো, গর্জে উঠো; প্রতিবাদে- প্রতিশোধে।