T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় অঞ্জন বল

ক্ষরণ
অনেকদিন ধরে ক্ষয়েছি আমি , তুমিও —
ঊষর মাঠে পুড়েছি ক্ষনবর্ষা হয়ে
গাছ থেকে আবেগ শুকিয়ে আসবাব হয়েছি
অপত্য স্নেহে ক্ষয়ে গেছে জনিতৃ শরীর।
প্রতিদিন আকাশ ভেঙেছে তারা খসে খসে
মরা গাঙে বান এসে ঝরে গেছে
বসতির চর ;
ঈশ্বরও ক্ষয়েছে বহুবার মানুষের সাথে
ভেঙেছে মন্দির মসজিদ আর ক্ষয়েছে হৃদয় তথাগত প্রাণ মালয়ের আয়ুদ্ধা নগরীর বুকে ।
উৎফুল্ল আয়েশে বন্দি জীবন
ভেসে থাকার আপ্রাণ প্রয়াস যেনো সুদূর — স্মৃতিভাস্বর বালিকার মুকুলিত প্রেম,
উত্তাপও এখন নিভন্ত আগুন দেশ কাল উতরোল ছাইচাপা হয়ে।
যেমন বৃক্ষের রেচন ক্ষরণ বল্কল পাতায়
তেমনি তুমি আমি ক্ষরণে ক্ষয়েছি বহুকাল ধরে ,
জানিনা পৃথিবীর মধ্য যামিনী কেটে গেছে কিনা
পরিণতি বন এই আবাদ ছাইপাঁশ আবিল ভূষণ
জীবভর হয়ে জমা হবে কিনা হৃদয়ের কাছে ।