কবিতায় অভিষেক বসু

বন্ধু
নীল আকাশে মেঘের ভেলায় খুঁজে বেড়াই তোকে
আবার যদি পাই কোনদিন জড়িয়ে রাখব বুকে।
ছোটবেলার সাথী যে তুই, বড়োবেলাতেও সঙ্গে ছিলি,
হঠাৎ হলো এতো অভিমান বাঁধন টা তুই ছেড়েই দিলি ?
একসঙ্গে টিফিন খাওয়া,একসঙ্গে হজমি গুলি।
একসঙ্গে প্রেমে পড়া,সব কিছু তুই ভুলে গেলি ?
নিত্যদিনের ক্লান্তিকে তুই ভুলিয়ে দিতিস এক নিমেষে ।
নিজের সকল কষ্টকে তুই উড়িয়ে দিতিস মিষ্টি হেসে ।
তোর কবিতায় তোর গানেতে আমরা ছিলাম মেতে ,
কবে কোথায় হলো যে ভুল, তোকেই হলো যেতে।
বুকের মধ্যে উথাল পাথাল চোখে অঝোর ধারা।
আবার বন্ধু দেখা হবে ,কর্ম টা হোক সারা।
অন্তহীন দিগন্তে আজ হারিয়ে গেছিস তুই,
বড়ো ইচ্ছে করে আবার তোকে একটুখানি ছুঁই।
আজও আমি দেখতে পাই তোর সে রাজার সাজ।
স্টেজ দাঁপিয়ে তোর অভিনয়,তুই একাই মহারাজ।
রোজ সন্ধ্যায় মুঠোফোনে তোর সঙ্গে কতো কথা
স্মৃতিগুলো যে বড়ো কাঁদায়, বড়ো যে দেয় নীরব ব্যাথা।
ভাল আছিস জানি আমি নাম না জানা মেঘের দেশে।
জড়িয়ে তোকে ধরবো আবার ,দেখা হবে দিনের শেষে।