প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

গন্তব্য

আমার আর গন্তব্য কোথায়
তোমার দিকেই দিনরাত বেয়ে চলা
যেমন নদীর নিরন্তর ব্যাকুলতা
সমুদ্রের সংস্পর্শ পেতে-

গড়িয়ে পড়ে পাথর যেমন
পাহাড় থেকে সমতলের সুষমায়
পলাতক পাখি যেমন
শান্তি খোঁজে শান্ত সন্ধ্যায়

তুমি আলো নাকি আলেয়া, জানি না-
ধ্রুবতারা নাকি চোরাবালি
সে রহস্য আঁধারে ক্ষয়ে ক্ষয়ে
তোমার দিকেই দলছুট ছুটে চলি।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।