T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় আল্পি বিশ্বাস

এক চিলতে হাসি
হে দেবী,
তুমি তো শুধু মৃন্ময়ী মূর্তি নও,
পটুয়াবাড়ি কুমোরটুলির তাল তাল মাটির পুতুল নও।
তোমার উজ্জ্বল সমাহিত রূপ শরতের প্রকৃতির মতো স্নিগ্ধ।
তুমি যে প্রতি-মা!
এই মুখ আমি চোখ ভরে দেখি,
এ রূপ আমি হৃদয়ে আঁকি,
এ অনন্য আদলে আমি প্রার্থনার ভাষা খুঁজে পাই।
দুঃখী মেয়ের শুকনো ঠোঁটের কোনে এক চিলতে হাসি তো ঐ শরতের সোনা রোদ হয়ে ঝরে গো মা।
তার স্বপ্ন কাশফুলেই মিলিয়ে যায়।
তার বুকে দীঘির অতল জলের উথালপাথাল।
তোমার আশীষ যেন শিউলি হয়ে ঝরে।
তোমার ভুবনে ভালো থাকুক সবাই।