অ আ ক খ – র জুটিরা

যেখানে স্মৃতিরা বড্ড বেশি মায়াবী। একবার ঘিরে ফেললে তা অবিনশ্বর। ছুঁয়ে ফিরে ফিরে যায় বারবার.. কোন এক অমোঘ বানে ছুঁতে চাইলেও তুমি পারবে না ছুঁতে। শুধুই দৃষ্টি সম্বল। ডায়েরির খোলা পাতারা যেমন উড়ে যায় নাম না জানা টানে সেরকমই এরাও উড়ে যায় মায়াবী থেকে আরও মায়াবীও টানে। যতই সময় গভীর হয় ততই যেন অপরূপ। সময়ের স্রোতে তলিয়ে যায় অতল গভীরে। হঠাৎ কোন এক বৃষ্টি ভেজা বিকেলে এরাই আবার ছড়িয়ে দেয় নেশাচ্ছন্ন পরিবেশ। কোন এক ল্যাপটপের পুরোনো ফোল্ডারে কিংবা ফোনের নিষিদ্ধ গ্যালারিতে। তখন কেবলই মনের উথাল পাথালে নিস্তব্ধ স্পর্শ আলো ঝলমলে স্ক্রিনে। ব্যাস…
অনিন্দিতা ভট্টাচার্য্য