অ আ ক খ – র জুটিরা

সময়ের আলগা স্রোত বড্ড বেহাগী। উল্টো পথে গা ভাসালেই উল্টোপুরাণ। তা খুব একটা মন্দ নয়। তবে নিয়মের খাতায় চলতে চলতে যদি কখনো মন সায় না দেয়। তাহলে উল্টো পথে একবার হেঁটে দেখতেই পারো। তবে যুদ্ধ বই শান্তি কিন্তু পাবে না। সে আরেক গল্প। বাকিটা যার যার নিজের ইচ্ছা। আজ এই পর্যন্তই পরের দিন আবার এক নতুন টিপস থাকবে….
অনিন্দিতা ভট্টাচার্য্য