কবিতায় কথোপকথনে অমিতাভ ভৌমিক
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

গ্র্যাফিক্স আর শব্দের জাল বোনার কর্ম ব্যস্ততার ফাঁকে হৃদয়পুঁথির পাতায় জীবনের ধারালো কলমের আঁচড়। রক্ত গড়িয়ে গেলে কবিতারা আসে।
মন চলে, না মগজ
মন চলে, না মগজ
তর্কবাগিশ জনের
দ্বন্দ্ব এবং জল্পনা আজ
অন্তহীন এই মনে
ধোলাই মানে সাফ করা কি
স্মৃতির ধূসর চাদর
দমকা বাতাস বৃষ্টি ঝড়ে
যায় ধুয়ে! কই আদর
ধোলাই মানে রোমান জলে
তোয়ালেহীন কায়া
অডিকোলোন, গোলাপ পাপড়ি
জলপরীকে ধোয়া
নাকি আঘাত করে অবুঝ হিয়া
ছলচাতুরী বাক্যবাণে
ঠান্ডা মাথার কারিকুরি
ক্লিনিক্যাল এক প্রিসিশনে
অন্য কারো মনের ওপর
কায়দা করা ছায়া,
হোয়াইট ম্যাজিক আর হিপ্নোটিজম
মায়া প্রেমের ছোঁয়া
সাফাই চলছে এদিক ওদিক
বিরামবিহীন স্নানে
কলুষ দেহ, ধোঁয়াশা মন
জমাদার কে জানে ?
মন চলে, না মগজ
অবুঝ সবুজ প্রানে
কাঁচের ঘরে চেয়ার পাতা
কলম কালির মানে