কবিতায় বলরুমে অমিত বাগল

ক্রিয়া
বৃক্ষদেবতা গাছ
সকালবেলা জললাগা বাতাসা দিয়েছে বদ্দিদা’র বউ
সন্ধ্যায় আমি বাজাবো বাজাবো তোর শাঁখ
কত একজন আমি হলে আমার অদূরে
সন্ধ্যার গাছটিতে দক্ষিনাবর্ত শঙ্খে বসেছে
তিনজন বক
একা দেখা,পাকা দেখা
শত একা এক ক’রে শোনা গেছে
“আয়”, আরও কাছে
অর্ধ-নারীশ্বর—
এ তো আমার-ই গো বেজে বেজে ডেকে ওঠা
এই তো প্রয়াস
পৌঁছ আর অধিক কী
আমাকে আনন্দে দেখে গোল হয়ে ডানা মেলে বক
শাঁখ বাজে
ঘরে ঘরে শাঁখ বেজে ওঠা শুনে
সর্বশরীরে ফুটে গেল সন্ধ্যামালতী
শিরশির করছে শিঙ্গার