প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউ ইয়র্ক)

স্বীকারোক্তি
কেউ কথা রাখেনি! আমিও কি রেখেছি?
মুছে দিয়েছি কত শপথের শিরোনাম অবলীলায়- অবজ্ঞায়
নানা অজুহাত অনলে পুড়েছি কারো অপেক্ষার অরণ্য
ঝরে দিয়েছি অভিজ্ঞ অভিনয়ে প্রতিশ্রুতির পরাগ
এই যে আমি পবিত্রতার পতাকা তুলে ধরি
মেলে ধরি আদর্শ ঊষা, জপি নীতির নামাবলি
সত্য- সংগ্রামের মিছিলে হাঁটি, গলা ফাটাই মানবতার গানে
আমিও তো সময়- সুযোগ বুঝে, লোভের হাতছানি লুফে
গড়াগড়ি দিয়েছি সুবিধাবাদের প্রাসাদে
কথা না- রাখার অপরাধবোধ ঝেরে ফেলে এই তো
নেমে গেছি পুঁজির পুঁজে, ভুয়া সফলতার সিঁড়ি নির্মাণে
স্বার্থ সুরঙ্গে গেঁথে দিয়েছি অনাবিল আনন্দ- উচ্ছ্বাস
বর্বরতায় বলি দিয়েছি বেঁচে থাকার তুলনাহীন তাৎপর্য।