T3 || ঘুড়ি || সংখ্যায় আলো বসু

ঘুড়ি
নামেতেই যেন উড়ি উড়ি ভাব
ঈশারায় তার অচেনা পৃথিবী, অলীকের ডাক
পড়েছি ফাঁদে, মরেছি অনেকবার, বাতাস লেগেছে, বলেছে লোকে হতচ্ছাড়ির গায়ে
বাতাস তো কত ভেঙেছে সময় শরীরে ভাঙার দাগ, মুখ ঝুলে গেছে, সংখ্যা গুণছি, সীমান্তে সংসার
ঘুড়ি ওড়া দেখি,মন উড়ে যায়, হাওয়ার সুতোর হাত ধরে আমি হাওয়া বদলাতে যাই
সেই মধুপুরে ফুলে ফুলে মধু, প্রজাপতি তবু বসেছিল এসে পাতার কোটরে, রঙটুকু রেখে উড়ে গেছে চলে
পদ্মদিঘির জলের কাছে গানখানি তার ফেলে রেখে গেছে
বাঁশ বাগানের হাওয়ার বাঁশিটি সে গান বুকেতে ধ’রে শ্রবণে আমার সুর ভরে দেয় আজও
এই তো কদিন গুণতিতে রাখা এক থেকে দশ, দশ থেকে এক, গোল গোল ঘোরা চাকার শব্দ, সাইকেল বোঝে হাওয়া
আমি তো বুঝেছি কপালের ফের, হাওয়ার লিখন,
শুধু কেটে কেটে যাওয়া….