T3 || ঘুড়ি || সংখ্যায় অমিতাভ ভৌমিক

ঘুড়ি
ঘুড়ি…
হাজার বকা খাচ্ছি, তবু
তোর সঙ্গেই উড়ি।
ঘুড়ি মানেই আকাশে রঙ
টুকরো টুকরো আলো,
মেঘের দেশে পাড়ি দেয়ার
স্বপ্ন মনে জ্বালো।
নানান নকশা, হাজারো নাম
বিশ্বকর্মা পূজা
আনন্দ আর মন খারাপের
মিশেলই আজ রাজা।
দৌড় দিশাহীন, থামছি না তো
এই বাতাসের টানে..
খামখেয়ালি বাতাস যে তাই
কাটা ঘুড়ির পিছনে
এই দৌড়ের পাগলামি ভাই —-
ভালবাসার ঘুড়ি…
মায়ের সেলাই মেশিন থেকে
সুতোর রিলটা চুরি!
সন্ধ্যে বেলা কি হবে
তা না ভাবাটাই ভালো ;
এখন আমি লাটাই হাতে,
আকাশটা জমকালো।