Poetry In Other Language By অক্ষয় বিশ্বাস (Bengali)

জীবন বন্দী বিশ্বায়নে
স্বপ্ন গুলো ছিটকে গেছে
উটকো ছেলের ভিড় জমেছে চায়ের দোকান
এক কাপড়ে এই শহরে
গলির মোড়ে হঠাৎ দেখা
ছুটছে একা চায়ের দোকান।
পেরিয়ে গলি মাঠের কাছে
ঘুড়ি ওড়া মাঠের ভাঙা পাঁচিলে ইটের টুকরো তে লেখা
“আমরা বেকার”
কত বেকারের স্বপ্ন আঁকা
ঘামের গন্ধে ঘুম আসে রোজ
আড়াই মাইল হাঁটার পড়ে
ঝোলা ব্যাগের খোলা খাবার বের করে খাই ঠিক দুপুরে
হাঁটতে গিয়ে রাস্তা দেখে
মাথার মধ্যে আটকে যাচ্ছে
সভ্যতা কে লিখতে গিয়ে কেমন যেন কান্না পাচ্ছে
আকাশ ছোঁয়া উন্নয়নে
প্যাকেট খাবার, জলের বোতল গ্লাস ফেলে এগিয়ে আসা
শহুরে গ্রাম টেনে আনে
রোদ্র লেখা প্রেমের চিঠি
হারিয়ে গেছে বাসের সীটে
মুখ গুঁজে সব সেলফোনেতে
যাইনা বইয়ের গন্ধ খেতে বই পাড়ার ওই কলেজ স্ট্রিটে
শপিং করে ফিরছি বাড়ি
খবর কাগজ এক আকাশে
আলমারিতে বইয়ের গন্ধ
ফুটপাতে চোখ খাবার শোকে
সভ্যতা আজ এগিয়ে চলে চলন্ত ফুটপাত
হত্যা করে হারিয়ে গেছে দেখছ তুমি, দেখছি আমি
বিরিয়ানির প্যাকেটও জানে গন্ধে শোষণ ঠিক প্রয়োজন
জীবন বন্ধী বিশ্বায়নে।