কবিতায় বলরুমে অমিত বাগল 

অলক্ষ্মীর ভান্ডো

 ভান্ডো  ভরা ছক
বৃথা যাবেনা বাবা-মার
না করা মুখাগ্নি
বুকের মধ্যে
ধিকিধিকি আগুন-নদীর জল…
যত যত ঘৃণা বিদ্বেষ , কে ! কে আবার
মানুষ রচনা করে মানুষের গান
গানে বাজো শপথের প্রাণ,আমাকে বাজাও
দেখি,ভান্ডো ভরা
 নীতিহীন রাজনীতির এ এক বেলার অবেলা
মানুষ নিষেধ গড়ে
মানুষেরা ভয় ভাঙে
অবেলায়
আজ এই এই এঁরা ছাড়া কে গড়বে
 পিলসুজ —
পিলসুজ  শিরদাঁড়া, টানটান আমার সন্তান
 আর  সাগরেদ তোমাদের-ও
  মোমের শিরদাঁড়াটির বাইপাস সার্জারি
এঁরা ছাড়া কে করবে
সুপথে শপথে
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।