|| প্রেমের বাসন্তী চিঠি সংখ্যায় || অমিতাভ ভৌমিক

তুমি, বসন্ত আর ভালবাসা
আকাশ আমার নীল ক্যানভাস
খেয়ালী তুমি দুধসাদা মেঘ
ক্লোরোফিলে তাজা সবুজ কুঁড়ি
মনবিতানে মৃদু সমীরণ
শীতের শেষে হালকা গরম
ক্ষনিকের মিষ্টি ছোঁয়া
ভালবাসার চুপ শিহরণ
আলতো করে শান্ত চুমু
অস্থির শ্বাস, বুক দুরুদুরু
নতুন রোদের সোনালি আভায়
লালচে শিমুল চোখ কেড়ে নাও
পলাশপ্রিয়া তুমি আমার
পঞ্চমী ভোর বাসন্তিকা
চাদর গায়ে, সোনার আখর
মন ভরে যায় ভালো লাগায়।