প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

দলবদ্ধ দানব

সমাজটাকে উঠাচ্ছে আর বসাচ্ছে
খাড়া করে চিরিৎ চিরিৎ মোতাচ্ছে
কখনো সখনো শোয়াচ্ছে, স্ফূর্তি টুর্তি মারছে; দলবদ্ধ দানব

সারা মুখে চুনকালি লাগিয়ে
জুতার মালা গলায় দিয়ে
এ পাড়া ও পাড়া ঘোরাচ্ছে, নাকে খত্ দেয়াচ্ছে; দলবদ্ধ দানব

খুশিফুল ফোটা চোখগুলোতে
স্বপ্নরোদের হৃদয়গুলোতে
যখন ইচ্ছে, কান্না ও শোক লেপ্টে দিচ্ছে; দলবদ্ধ দানব

আকাশের অনন্ত নীল লুটছে
নদী- সমুদ্রের কলতান শুষছে
পাহাড় ও বৃক্ষের বুকে মাইন পুঁতছে, হাসছে; দলবদ্ধ দানব।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।