খবর আছে -তে অমর্ত্য বিশ্বাস

বনগাঁ-র রাস উৎসব

অমর্ত্য বিশ্বাস, গোপালনগর : শ্রীকৃষ্ণ ও রাধাকে নিয়ে বর্ণিত এক পৌরাণিক বৈষ্ণব ধর্মের গাথা কাহিনীর উপর আধারিত মহোৎসবই হল রাস উৎসব । শ্রীকৃষ্ণকীর্তনে যার উল্লেখ রয়েছে প্রাচীন কাল থেকেই । বিশেষত নদিয়ার কৃষ্ণনগরে ও মায়াপুরে এই রাস উৎসবের প্রাচুর্যতা দেখা গেলেও বনগাঁ গোপালনগর পঞ্চায়েতের চালকি এলাকায় দীর্ঘ সাতচল্লিশ বছর ধরে উদযাপিত হয়ে আসছে এই রাস উৎসব । গত সোমবার এই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ জেলা পুলিশ সুপার তরুণ হালদার , মহাকুমা আরক্ষা আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার , প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ , বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক সুরজিৎ বিশ্বাস , বনগাঁ পৌরসভার পৌরপ্রধান  সহ পঞ্চায়েতের সদস্য , পৌরসভার কাউন্সিলর ও বহু সম্মানীয় ব্যক্তিরা । অনুষ্ঠানটিতে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যারা হাঁটতে অক্ষম তাদেরকে হুইল চেয়ার সহ বধির ব্যক্তিদের কানে শোনার মেশিন প্রদান করা হয় পাশাপাশি শিশুদের জন্যও খেলনা‌ দেওয়ার মতো অভিনব উদ্যোগ গ্রহণ করে রাস উৎসব মেলা কমিটির কর্মকর্তারা । আর.টি.আই সদস্য গোপাল সেঠ জানান আগামীতে এই রাস উৎসবের পঞ্চাশ বছর পূর্তিতে তিনি ও পৌরপ্রধানের যৌথ উদ্যোগে বৃহত্তম উৎসব পালিত হবে গোপালনগর এলাকায় । মেলা কমিটির সদস্যরা জানান আগামীতে তাদের ঐতিহ্যবাহী উৎসবকে আরও নবীকরণ করে তুলে ধরবে দর্শকদের সামনে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।