T3 || ঈদ স্পেশালে || লিখেছেন আব্দুল বাকী
by
·
Published
· Updated
স্বাগতম হে ঈদ
এতো কান্না এতো কষ্ট তুচ্ছ করে
ঈদ এলেও
আমি বিরহ পারাবারে ফেলে যাচ্ছি উৎসব বাড়ি
ঝলমলে ইনিংসের ঈদ সেঞ্চুরি
লগ্নভ্রষ্টা প্রেমিকের চোখে এখানে এখন আমাদের কান্না ভেজা মাঠ
কুয়াশার ভেতর দিয়ে অজানা গন্তব্যে কেউ কেউ দিচ্ছি পাড়ি
আলোহীন দিন লোডশেডিং ক্যান্সারে গড়াচ্ছে সময়
বোলিংয়ের একেকটি দুর্দিন
একেকটি ম্যাচ ফিক্সিং
চাঁদ নেই তারা নেই
তবুও স্বাগতম হে ঈদ
সখিনার হাড়িতে দুমুঠো ডাল ভাতের পরিবেশন হইয়ো
আলালের পরনের ছেঁড়া লুঙ্গির একফোঁড়
সেলাই হইয়ো
স্বাগতম হে ঈদ
এবার তোমার গায়ের সুগন্ধি ছড়িয়ো না কোরমা পোলাওয়ের আতসবাজি