T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় অসীম বিশ্বাস
by
·
Published
· Updated
ভোর হোক একুশে
এক গির্জা ভালোবাসা পেরিয়ে
নতুন বর্ষ এলো সৃষ্টির উল্লাসে।
বিষের বাঁশির জমাট কান্না
ইমন- কল্যাণে বাজে
রাত্রির প্রথম প্রহরে-
মৃত্যু পাশ ফিরে ঘুমিয়ে থাকে ।
বন্য হাসির উচ্ছলতায় দোলে
জং ধরা জীবন‐ সৃষ্টির আঁধারে।
অবিরাম বয়ে চলা কৃষক-শ্রমিক রক্ত
অবসাদের পাকদন্ডী বেয়ে-
ঝলসায় বিলাসীর ফায়ার প্লেসে।
আর নয় ঝিনুকের খোলসে –
ঝড়ের ইস্তাহারে লেখা হোক
জীবন বাজী।
রিক্ততার মশাল জ্বলুক
ধর্মের আড়ালে ছাই হোক অধর্ম।
বারুদের ধোঁয়ায় ভোর হোক একুশে।